• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:০৯ পূর্বাহ্ন |

যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ

Jumunaজামালপুর: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অবস্থিত যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। যান্ত্রিক ত্রুটির কারণে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সেখানে ইউরিয়া উৎপাদন বন্ধ রয়েছে।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক ইখলাছ উদ্দীন জানান, কারখানার অ্যামোনিয়া প্লান্টে যান্ত্রিক ত্রুটজনিত কারণে সন্ধ্যায় আগুন ধরে যায়। দ্রুত কারখানার ফায়ার অ্যান্ড সেফটি শাখার লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি বলেন, মেরামত শেষে ফের উৎপাদনে যেতে আরো ২/৩ দিন সময় লাগতে পারে বলে ধারণা করছেন কারখানার এই কর্মকর্তা। এরপর প্লান্টে অ্যামোনিয়া প্রস্তুত বন্ধ হয়ে যাওয়ায় কারখানায় ইউরিয়া উৎপাদনও বন্ধ হয়ে যায়। কারখানাটিতে প্রতিদিন এক হাজার সাতশ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হয়ে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ