বিনোদন ডেস্ক: অভিনেত্রী সোহানা সাবার জন্য পাত্র খোঁজা হচ্ছে। কিন্তু কাউকেই তার পছন্দ হচ্ছে না। কারণ রবীন্দ্রনাথ ঠাকুরকে বিয়ে করতে চান সাবা। এদিকে বিষয়টি নিয়ে চিন্তায় পড়ে গেছে তার পরিবার।
কিন্তু সাবা’র এ বিষয়টি সহজ করে দিলেন সাবা নিজেই। তিনি বলেন, ‘স্বয়ং রবীন্দ্রনাথ না হলেও চলবে, তবে ভাবাদর্শে রবীন্দ্রনাথ তার লাগবেই।’
এখন চারিদিকে খোঁজা হচ্ছে- একজন পাত্র। যিনি ভাবাদর্শে রবীন্দ্রনাথ। পত্রিকায় বিজ্ঞাপন দিয়েও লাভ হচ্ছে না। তাহলে কি হবে?
এর সমাধান পাওয়া যাবে আসছে রবীন্দ্রজয়ন্তিতে। কারণ রবীন্দ্রজয়ন্তি উপলক্ষে বাংলাভিশনের নিজস্ব প্রযোজনায় নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘রবীন্দ্রনাথের খোঁজে’। জানান সাবা।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- সোহানা সাবা, আনিসুর রহমান মিলন, রহমত আলী, মিতা চৌধুরী, চাঁদ প্রবাসী, দিলু প্রমুখ।
আগামী ৮ মে, ২৫ বৈশাখ, বৃহস্পতিবার রাত ৯টা ০৫ মিনিটে নাটকটি বাংলাভিশনে প্রচার হবে। এটি রচনা ও পরিচালনা করেছেন কাওনাইন সৌরভ।