সিসি নিউজ: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘তারেক জিয়া টঙ্গীতে খোয়াব ভবন করেছিলেন। সেখানে গভীর রাতে তার যাতায়াত ছিল রহস্যজনক। এ ছাড়া সেখানে মাদক ব্যবসায়ীদের ছিল অবাধ যাতায়াত। ওই খোয়াব ভবনের প্রতিবাদ করায় খালেদা জিয়ার পোষা গুণ্ডারা আহসান উল্লাহ মাস্টারকে হত্যা করেছে।’
জাতীয় প্রেস ক্লাবে মঙ্গলবার দুপুরে ‘আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদ’ আয়োজিত স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। আহসান উল্লাহ মাস্টারের ১০ম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে এ স্মরণ সভার আয়োজন করা হয়।
মোজাম্মেল হক বলেন, ‘গাজীপুর থেকে আওয়ামী লীগের অস্তিত্ব বিপন্ন করার লক্ষ্যেই জনপ্রিয়তার শীর্ষে থাকা নেতা আহসান উল্লাহ মাস্টারকে হত্যা করা হয়েছিল। কিন্তু তারা গাজীপুর থেকে আওয়ামী লীগের অস্তিত্ব বিপন্ন করতে পারেনি। বরং আরও ঐক্যবদ্ধ হয়েছে গাজীপুরবাসী।’
আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদের সভাপতি আব্দুল বাতেনের সভাপতিত্বে স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা পরিষদ প্রশাসক আক্তারুজ্জামান, আহসান উল্লাহ মাস্টারের ছেলে ও সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক নেতা ডা. ওয়াজেদুল ইসলাম প্রমুখ।