• শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৪:০৫ অপরাহ্ন |

মোবাইল ফোন নজরদারি প্রযুক্তি কিনছে র‌্যাব

Rabসিসি নিউজ: মোবাইল ফোন নজরদারি প্রযুক্তি কেনার চেষ্টা করছে র‌্যাব। যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা প্রাইভেসি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ কথা বলা হয়। এতে আরও বলা হয়, নৃশংসতা আর নির্যাতন চালানোর রেকর্ড রয়েছে এ বাহিনীর। সংস্থাটির হাতে আসা তথ্য থেকে প্রতীয়মান হয় যে, মধ্যস্থতাকারীর সহযোগিতায় সুইজারল্যান্ড ভিত্তিক একটি নজরদারি সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছ থেকে ওই প্রযুক্তি কেনা হয়েছে। সরঞ্জামগুলো ইতিমধ্যে সরবরাহ করা হয়ে থাকতে পারে বা দ্রুতই হবে বলে প্রতিবেদনে বলা হয়। প্রাইভেসি ইন্টারন্যাশনালের কাছে গোপন কিছু নথিপত্র এসেছে। এতে র‌্যাব’র কাছে বিক্রির জন্য ‘আইএমএসআই ক্যাচার’-এর একটি টেন্ডারের বিবরণ রয়েছে। সংস্থাটি তাদের প্রতিবেদনে আরও বলেছে, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে র‌্যাব’র বিরুদ্ধে। যদি এ তথ্য সঠিক হয় তাহলে সরঞ্জামগুলোর রপ্তানি থামানো বাঞ্ছনীয়। সমপ্রতি সুইজারল্যান্ড কর্তৃপক্ষ প্রাইভেসি ইন্টারন্যাশনালকে তথ্য দেয় যে, মোবাইল ফোন নজরদারি প্রযুক্তি সেখান রেখে রপ্তানি হওয়ার অনুমোদন পেয়েছে। এ তথ্যের আলোকে র‌্যাব’র কাছে নজরদারি সরঞ্জাম সরবরাহ করার বিষয়টি সামনে আসে। প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠানটি আসলেই সুইজারল্যান্ডের কিনা তা খতিয়ে দেখার জন্য প্রাইভেসি ইন্টারন্যাশনাল ৩০শে এপ্রিল সুইস কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানিয়েছে। বাংলাদেশে কোন ধরনের সরঞ্জাম রপ্তানি দেশটিতে মানবাধিকার লঙ্ঘনের অংশ যেন না হয়- সেটা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কাছে আবেদন জানায় সংস্থাটি। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি অবনতির দিকে। দেশটির নাগরিক সমাজ ও মিডিয়া সরকারি অভিযানের শিকার হয়েছে। সরকার সমালোচকদের গ্রেপ্তার করা হয়েছে। আর প্রতিবাদকারীরা নির্বিচারে গুলি আর মৃত্যুর শিকার হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। শীর্ষস্থানীয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনার পেছনে র‌্যাব’র ভূমিকার কথা উল্লেখ করেছে। প্রতিবাদকারীদের বেআইনি আর নৃশংসভাবে মারধর করা, শারীরিক নির্যাতন আর ঢালাওভাবে গ্রেপ্তার করার একাধিক রিপোর্ট এসেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী ২০০৪ সালে র‌্যাব গঠনের পর থেকে এ পর্যন্ত র‌্যাব সদস্যদের দ্বারা ৭০০’রও বেশি বিচারবহির্ভূত হত্যাকা- সংঘটিত হয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য উভয় দেশই চলমান মানবাধিকার লঙ্ঘনে র‌্যাব’র ভূমিকা আলাদাভাবে উল্লেখ করেছে। র‌্যাব’র ওপর স্বতন্ত্র তদন্ত চালানোর জন্যও সুপারিশ করেছে যুক্তরাষ্ট্র। র‌্যাব’র কাছে যে নজরদারি প্রযুক্তি বিক্রি হওয়ার অভিযোগ এসেছে সেটা হলো ‘আইএমএসআই ক্যাচার’। এগুলো শক্তিশালী গুপ্তচর সরঞ্জাম যা মোবাইল যোগাযোগে আড়ি পাতার জন্য ব্যবহার করা হয়ে থাকে। ডিভাইসগুলো বহনযোগ্য যা গোপনে জিএসএম নেটওয়ার্কে অনুপ্রবেশ করতে পারে। মোবাইল ব্যবহারকারীর আইএমএসআই অর্থাৎ ইন্টারন্যাশনাল মোবাইল সাবস্ক্রাইবার আইডেনটিটি হস্তগত করে নেয়। ডিভাইসটি চালু করা হলে তা একটি নির্দিষ্ট এলাকায় মোবাইল ফোনগুলোর কাছে একটি সিগন্যাল পাঠায়। মোবাইলগুলো ওই সিগন্যাল বৈধ মোবাইল নেটওয়ার্ক থেকে আসা বলে মনে করে। এ প্রক্রিয়ায় আইএমএসআই ক্যাচার ব্যবহার করে নির্দিষ্ট একটি এলাকা থেকে হাজার হাজার মোবাইল ফোনের তথ্য সংগ্রহ করা সম্ভব। র‌্যাব’র মতো একটি সংস্থার হাতে এ ধরনের প্রযুক্তি আসা চরম উদ্বেগের কারণ বলে প্রতিবেদনে বলা হয়। ২০১৩’র ডিসেম্বরে বাংলাদেশের সরকারি একটি ওয়েবসাইটে ‘ইউএইচএফ ট্রান্সমিটার অ্যান্ড সার্ভেলেন্স ইকুইপমেন্ট’ ক্রয়ের দরপত্র আহ্বান করা হয়। সম্ভাব্য সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ওই দরপত্রের বিস্তারিত প্রাইভেসি ইন্টারন্যাশনালের হাতে পৌঁছায়। এতে স্পষ্ট হয়, র‌্যাব যে নজরদারি সরঞ্জাম ক্রয় করতে যাচ্ছে তা হলো গাড়িতে ব্যবহারযোগ্য শক্তিশালী আইএমএসআই ক্যাচার। দরপত্র দাখিলের শেষ তারিখ ছিল ১২ই ফেব্রুয়ারি। আরও দাবি করা হয়েছে, দরপত্র জয়ী প্রতিষ্ঠানের প্রকৌশলীরা মার্চ মাসে বাংলাদেশ সফরে এসেছিলেন। ওই দরপত্র বিবরণে স্পষ্ট করে বলা আছে, জয়ী প্রতিষ্ঠানকে কমপক্ষে ২০ দিনের প্রশিক্ষণ দিতে হবে। ‘কজ’ (কোয়ালিশন এগেইনস্ট আনলফুল সার্ভেলেন্স এক্সপোর্ট) অর্থাৎ ‘বেআইনি নজরদারি সরঞ্জাম রপ্তানি বিরোধী জোট’- শীর্ষক পদক্ষেপের মধ্য দিয়ে একাধিক শীর্ষ আন্তর্জাতিক এনজিও’র সঙ্গে কাজ করছে প্রাইভেসি ইন্টারন্যাশনাল। এ ধরনের নজরদারি সরঞ্জামের রপ্তানি নিয়ন্ত্রণে কঠোর অনুমোদন ব্যবস্থা প্রণয়নের জন্য তারা প্রচারণা চালাচ্ছে। সংস্থাগুলো এমন একটি কার্যকর ব্যবস্থা স্থাপন করতে চায় যা নিশ্চিত করবে এ ধরনের প্রযুক্তিগুলো রপ্তানির আগে অনুমোদন সীমাবদ্ধতা ও মানবাধিকার মানদ- সঠিকভাবে বিবেচনা করা হচ্ছে।

উৎসঃ   মানবজমিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ