• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৮:৪২ পূর্বাহ্ন |

খুলনা প্রিন্টিংয়ের আইপিও সংগ্রহ স্থগিত করল হাইকোর্ট

82158_1ঢাকা: মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কোম্পানি লিমিটেডের (কেপিপিএল) ইনিশিয়াল পাবলিক অফার (আইপিও) তথা চাঁদা সংগ্রহ দুই সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
চাঁদা গ্রহণে স্থগিতাদেশের পাশাপাশি তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।
বুধবার এই বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশিদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান ও অ্যাডভোকেট কাজী আরিফুর রহমান।
সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থের কথা চিন্তা করে ওই রিট আবেদন দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী জিয়াউর রহমান।
তিনি বলেন, আদালত শুনানি শেষে কোম্পানির আইপিও গ্রহণ দুই সপ্তাহের জন্য স্থগিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, গত ৪ মে একটি দৈনিকে ওই কোম্পানির ‘মিথ্যা তথ্যে ৪০ কোটি টাকা তোলার প্রস্তাব’ শীর্ষক প্রকাশিত সংবাদ আদালতের নজরে আনা হলে এর বিরুদ্ধে রিট করতে আইনজীবীদের পরামর্শ দেন আদালত।
এরপর সুপ্রিমকোর্টের আইনজীবী হায়হানুল মোস্তফা গত ৫ মে ওই রিট আবেদন করেন। রিটের শুনানির পর আদালত আজ এ আদেশ দেন।
প্রসঙ্গত, গত ৪ মে থেকে খুলনা প্রিন্টিংয়ের আইপিও আবেদন জমা নেয়া শুরু করে কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ