• শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৭:০৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে প্রাথমিকে নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার করায় আটক-৩ নীলফামারীতে গণজাগরণের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা কুয়াশা কেটে যাওয়ায় সাড়ে ৬ ঘন্টা পর সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক ঘন কুয়াশার কারনে সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট উঠানামা ব্যাহত সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেলেন মসিউর রহমান খানসামা উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাচ্ছে ২৩ হাজার শিশু প্রধানমন্ত্রী নিজের নির্বাচনী এলাকা যাচ্ছেন আগামীকাল বাংলাদেশ সীড এসোসিয়েশন এর নির্বাহী সদস্য হলেন ডোমারের আনোয়ার হোসেন কাভার্ড ভ্যানে আগুন: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

নীলফামারীর হাজারো শ্রমিক কাজের সন্ধানে ছুঁটছেন দক্ষিণাঞ্চলে

nil-2
সিসি নিউজ: নীলফামারীতে বর্তমানে কোন কাজ না থাকায় প্রতিদিন হাজার হাজার কৃষি শ্রমিক ছুঁটছেন দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায়। ট্রেন ও বাসের ছাদে বসে জীবনের ঝুঁকি নিয়ে এ জেলার অভাবী মানুষরা যাচ্ছেন বোরো ধান কাটার কাজ করা সহ অন্যান্য কাজের সন্ধানে।
নীলফামারীতে এখনও বোরো ধান কাটার এক মাস বাকী থাকলেও দক্ষিণাঞ্চলে আগাম জাতের বোরো ধান কাটা শুরু হয়েছে। তাই  এ সময় বাড়ীতে বেকার বসে না থেকে অর্থ উপাজনের আশায় পরিবার পরিজন ফেলে প্রতিদিন হাজার হাজার কৃষি শ্রমিক ছুটছেন দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায়। সেখানকার ধান কাটা মাড়াই শেষ করে  ফিরবেন নিজ জেলায়। নীলফামারী জেলায় বড় কোন শিল্প-কারখানা গড়ে না উঠায় এ জেলার ৮০ ভাগ লোকেই কৃষি কাজের উপর নির্ভরশীল। বোরো ধানের চারা রোপন ও নিড়ানীর পর ধান না পাকা পর্যন্ত তাদের হাতে কোন কাজ থাকে না। আর এ সময়ে তাদের অভাব দেখা দেয়। বিশেষ করে এ সময় চরম বেকায়দায় পড়তে হয় কৃষি শ্রমিকদের।  ফলে কাজের সন্ধানে তারা এ সময় পাড়ি দেয় বিভিন্ন জেলায়। আজ বুধবার নীলফামারীর ৯টি রেলষ্টেশন ও বাসষ্ট্যান্ড গুলোতে গিয়ে দেখা গেছে কৃষি শ্রমিকদের উপচে পড়া ভীড়। ট্রেনের অপেক্ষায় কেউ বা বসে আছেন প্লাটফর্মে আর কেউ গাছতলায়। সাথে রয়েছে প্রয়োজনীয় কাপড়, ধানকাটার কাঁচি ও কাটা ধান বহন করার লাঠি। ট্রেন বা বাস আসলে দৌড়ে যে যার মত চড়ছেন ট্রেন ও বাসের ছাদে। কারণ তাদের টিকিট কাটার মতো  তেমন টাকা না থাকায়  কম টাকা দিয়ে  দল বেধেঁ ট্রেন ও বাসের ছাদে বসে জীবনের ঝুর্কি নিয়ে  যাবেন নির্দিষ্ট গন্তব্যে ।
সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বাজিত পাড়া গ্রামের কৃষি শ্রমিক সেলেমান হোসেন, মোরাদ হোসেন , চাপড়া সরমজানি ইউনিয়নের নতিব চাপড়ার হাচেন আলী, টুপামারী ইউনিয়নের বাজার মৌজা গ্রামের বাচ্চু, ফরিদুর রহমান, রামনগর ইউনিয়নের বাহালী পাড়া গ্রামের লোকমান হোসেন, চরচড়াবাড়ীর আনিছুর রহমান সহ অনেকে জানান, বোরো চারা রোপন ও নিড়ানীর পর তাদের গ্রামে আর কোন কাজ থাকে না। ধান না পাকা পর্যন্ত তাদের বেকার বসে থাকতে হয়। তাই অর্থ উপার্জনের জন্য পরিবার পরিজন ফেলে তারা বিভিন্ন জেলায় যান। নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এস এম সিরাজুল ইসলাম জানান, এ জেলায় পুরোপুরি বোরো ধান পাকতে এখনও ২০ দিন থেকে এক মাস বাকী রয়েছে। তাই এখানকার বিপুল সংখ্যক কৃষি শ্রমিক রোজগারের জন্য এখন পারি জমাচ্ছে আগাম বোরো ধান কাটার জেলা গুলোতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ