সিসি নিউজ: দেশব্যাপী নতুন আতঙ্কের নাম খুন আর গুম। এসব অপরাধ দমনে সরকারও তৎপর।নারায়ণগঞ্জে সাত খুনের পর গুরুত্বপূর্ণ স্থানে সিসি টিভি ক্যামেরা বসানোর বিষয়টি সামনে চলে আসে। চট্টগ্রামে অপরাধ নিয়ন্ত্রণে শহরের গুরুত্বপূর্ণ সড়ক এবং যেখানে জনসমাগম বেশি ও অপরাধ সংগঠিত হয় সেসব স্থানে আপাতত ৩০টি স্থানে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে এর প্রাথমিক কাজও শুরু হয়েছে।
এর আগে নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনার পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন, অপরাধীদের শনাক্ত করার জন্য শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সিসি ক্যামেরা বসানো হবে। এরই অংশ হিসেবে চট্টগ্রামে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপানের কাজ শুরু হলো।
বুধবার চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) একেএম শহীদুর রহমান বলেন, আমরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা, যেসব স্থানে জনসমাগম বেশি ও অপরাধ সংগঠিত হওয়ার প্রবণতা রয়েছে সেসব গুরুত্বপূর্ণ স্থানে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছি।
চট্টগ্রাম মেট্রাপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা) বাবুল আকতার বলেছেন, যদি কোথাও কোন অপরাধ সংগঠিত হয় বা সন্দেহ প্রবণ কাউকে দেখা যায় তাহলে ক্লোজ সার্কিট ক্যামেরা সেটি ধরবে ও সাথে সাথে সেটি সংশ্লিষ্ট পুলিশ ইউনিটকে কন্ট্রোলের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
গত মঙ্গলবার জরুরী ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়ার পর তা বাস্তবায়নের জন্যে প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে। অত্যাধুনিক এসব ক্যামেরা প্রায় ৪০০ মিটার পর্যন্ত চিত্র ধারণ করতে পারবে। চলতি মাসের মধ্যেই এ কাজ শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।