জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: বাল্য বিয়ে ও নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে নীলফামারীর জলঢাকার ১১ ইউনিয়ন ও একটি পৌরসভার সামনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আজ বৃহষ্পতিবার বেলা ১১ টায় একযোগে এ কর্মসূচীতে সরকারী-বেসরকারী সংস্থার প্রতিনিধি, ইউপি সদস্য, শিক, সাংবাদিক, শিশুদল ও গ্রাম ভিত্তিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও উদয়াঙ্কুর সেবা সংস্থা ইউএসএসের সহযোগিতায় বিভিন্ন এলাকা ভিত্তিক শিশু সুরা কমিটি, বালিকা ও যুব নারী ফোরাম এ মানব বন্ধনের আয়োজন করে।
জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসান হাবিব ও মহিলা বিষয়ক কর্মকর্তা শামিম জাহিদ তালুকদার মীরগঞ্জ ইউনিয়ন পরিষদের সামনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন।