দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে আন্তর্জাতিক রেডক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে দিনাজপুর শহরের পাহাড়পুরস্থ জেলা রেডক্রিসেন্ট কার্যালয় হতে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে শেষে পুনরায় রেডক্রিসেন্ট প্রাঙ্গনে এসে শেস করে। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়্। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন। র্যালি ও আলোচনা সভায় রেডক্রিন্টে জেলা ইউনিটের অন্যান্য সদস্য শহরের জিলা স্কুলসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।