সিসি নিউজ: আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আব্দুস সোবহান গোলাপ বলেছেন, দেশে স্বাধীনতাবিরোধী শক্তির বীজ বপন করেছিলেন জিয়াউর রহমান। সেই স্বাধীনতা বিরোধী শক্তি এখন বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করার পায়তারা করছে।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ আওয়ামী তৃণমূল লীগ আয়োজিত ‘জাতির জনক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে নিয়ে বেগম জিয়া ও তারেক রহমানে নির্লজ্জ বক্তব্যের প্রতিবাদে’ এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে একটি অপরাজনৈতিক শক্তির উদ্ভব হয়েছিল। আজকে এই শক্তির হাতে দেশের গণতন্ত্র বিপর্যস্ত। এ অপশক্তির উত্থানের নায়ক ছিলেন জিয়াউর রহমান। তারই স্ত্রী বেগম খালেদা জিয়া ও সন্তান তারেক রহমান স্বাধীনতা বিরোধীদের মন্ত্রী বানিয়ে গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছিলেন।’
তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, ‘বিএনপির শাসন আমলে আপনার সন্তান (তারেক রহমান) বিদ্যুতের পিলারের নামে জনগণের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছিলেন। এর বিচার দেশের মাটিতে হবেই।’
এসময় তিনি বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেন, ‘অপব্যাখ্যা না দিয়ে সঠিক ইতিহাস পড়ুন এবং নতুন প্রজস্মকে ব্যখ্যা দিন।’
গোলাপ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ৭ মার্চের ভাষণের মধ্য দিয়ে সবাইকে স্বধীনতার জন্য প্রস্তুত থাকতে বলেছিলেন। সেই দিন তার ডাকে সারাদেশে অহসহযোগ আন্দোলন গড়ে উঠেছিল। যা পরবর্তিতে দেশের স্বাধীনতা এনে দেয়।’
তৃণমূল লীগের আহ্বায়ক মো. শাহেদুল আলম চৌধুরী টিপুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন কৃষক লীগের সহ সভাপতি মো. হারুন-উর-রশিদ চৌধুরী, ওলামা লীগের সভাপতি মাওলানা ইলিয়াস হোসেন বিন হেলালী, সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন প্রমুখ। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আব্দুস সোবহান গোলাপ বলেছেন, দেশে স্বাধীনতাবিরোধী শক্তির বীজ বপন করেছিলেন জিয়াউর রহমান। সেই স্বাধীনতা বিরোধী শক্তি এখন বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করার পায়তারা করছে।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ আওয়ামী তৃণমূল লীগ আয়োজিত ‘জাতির জনক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে নিয়ে বেগম জিয়া ও তারেক রহমানে নির্লজ্জ বক্তব্যের প্রতিবাদে’ এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে একটি অপরাজনৈতিক শক্তির উদ্ভব হয়েছিল। আজকে এই শক্তির হাতে দেশের গণতন্ত্র বিপর্যস্ত। এ অপশক্তির উত্থানের নায়ক ছিলেন জিয়াউর রহমান। তারই স্ত্রী বেগম খালেদা জিয়া ও সন্তান তারেক রহমান স্বাধীনতা বিরোধীদের মন্ত্রী বানিয়ে গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছিলেন।’
তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, ‘বিএনপির শাসন আমলে আপনার সন্তান (তারেক রহমান) বিদ্যুতের পিলারের নামে জনগণের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছিলেন। এর বিচার দেশের মাটিতে হবেই।’
এসময় তিনি বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেন, ‘অপব্যাখ্যা না দিয়ে সঠিক ইতিহাস পড়ুন এবং নতুন প্রজস্মকে ব্যখ্যা দিন।’
গোলাপ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ৭ মার্চের ভাষণের মধ্য দিয়ে সবাইকে স্বধীনতার জন্য প্রস্তুত থাকতে বলেছিলেন। সেই দিন তার ডাকে সারাদেশে অহসহযোগ আন্দোলন গড়ে উঠেছিল। যা পরবর্তিতে দেশের স্বাধীনতা এনে দেয়।’
তৃণমূল লীগের আহ্বায়ক মো. শাহেদুল আলম চৌধুরী টিপুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন কৃষক লীগের সহ সভাপতি মো. হারুন-উর-রশিদ চৌধুরী, ওলামা লীগের সভাপতি মাওলানা ইলিয়াস হোসেন বিন হেলালী, সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন প্রমুখ।