• শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৭ অপরাহ্ন |

নচিকেতার গানে তোলপাড়

Nochiবিনোদন ডেস্ক: ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীত শিল্পী নচিকেতার গাওয়া ‘আমি মুখ্য-সুখ্য মানুষ’ গানটি। অনেকেই গানটির লিংক’সহ বিভিন্ন স্ট্যাটাস লিখছেন তাদের ফেইসবুক ওয়ালে।
নির্বাচন নিয়ে ভারত জুড়ে এখন বেশ সরগরম। ধারণা করা হচ্ছে, নির্বাচনকে সামনে রেখে এ গানটা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে অনেকেই রাজনৈতিক নেতাদের অপকর্মের বিরুদ্ধে নিজেদের প্রতিবাদের জানান দিচ্ছেন।
তবে অনেকে আবার ফেসবুক কমেন্টে লিখেছেন নচিকেতার গানটিতে ঢালাওভাবে মন্ত্রীদের গালাগাল করা হয়েছে, এটা ঠিক হয়নি। সব মন্ত্রীই অন্যায়ের সঙ্গে যুক্ত নন। তবে অনেকেই দাবী করছেন গানটিতে সাধারণ মানুষের কথায় উঠে এসেছে।
প্রসঙ্গত, জীবনমুখী গানের শিল্পী হিসেবে দুই বাংলাতেই দারুণ জনপ্রিয় নচিকেতা। বাংলাদেশেও অনেকের ফেসবুক আইডিতে গানটি শেয়ার হচ্ছে।

আমি মুখ্যু-সুখ্যু মানুষ
কথা, সুর ও কণ্ঠ : নচিকেতা
অ্যালবাম : মুখোমুখি (২০০৩)

আমি মুখ্যু-সুখ্যু মানুষ বাবু, কিছুই জানি না।
এই এদেশের রঙ তামাশা কিছুই বুঝি না।
আজকে যিনি দক্ষিণেতে কালকে তিনি বামের,
আজকে যিনি তেরঙ্গাতে কাল ভক্ত রামের।

কে যে কখন কার পেছনে, বুঝি না কে খাঁটি,
আসলে সবাই সবার পেছনেতে, সবার হাতেই কাঠি!
কথায় কথায় ধর্মঘট আর সবাই ধর্মঘটি,
অধার্মিকের ধর্মজ্ঞানে, স্লোগান আর স্লোগানে-
গোলক ধাঁধায় ঘুরে আমার হারিয়ে গেছে ঘটি!

মন্ত্রীরা সব হারামজাদা, আস্ত বদের ধাড়ি,
তুড়ুক নাচে, মন্ত্রিসভা এখন বাঈজী বাড়ি।
আজকে যিনি কয়লা মন্ত্রী কালকে তিনি শিক্ষা,
তাই, কয়লাকালো শিক্ষা নিয়ে মানুষ করে ভিক্ষা।

আর মানুষ শালাও মাথা মোটা, ভোট দিতে যায় নেচে,
দেশের মানুষ তো কোন ছার, মন্ত্রী গুলো কুলাঙ্গার;
ভালো দাম পেলে এরা বাপকেও দেবে বেচে!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ