সিসি নিউজ: নীলফামারী পাঁচ বছর ধরে লিভার ইনফেকশন হেপাটাইটিস-বি রোগে আক্রান্ত হয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে নীলফামারীর ডোমার উপজেলায় পত্রিকা বিক্রেতা আনজারুল হক (২৪)।
উপজেলার চিকনমাটি গ্রামের অসুস্থ্য দিনমজুর নুরুল হকের একমাত্র ছেলে পত্রিকা বিক্রেতা আনজারুল হক পাঁচ ভাই-বোনের মধ্যে দ্বিতীয়। সংসারের ঘানি টানতে মাত্র ১২ বছর বয়স থেকে পত্রিকা বিক্রি করে সে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার ও প্যানক্রিয়াস রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ মাহমুদ হাসানের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে আনজারুল।
চিকিৎসক তাকে ২৪টি অপটিপেগ ইনজেকশন দেয়ার পরামর্শ দিয়েছেন। আর এরজন্য প্রয়োজন প্রায় ২লাখ ৫০হাজার টাকা। চিকিৎসার খরচ বহন করার সামর্থ নেই দিনমজুর বাবার।
বাবা নুরুল হক ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তবানদের সহযোগীতা চেয়েছেন। আসুন আমরা আনজারুলকে বাঁচাতে এগিয়ে আসি।
সাহায্য পাঠানোর ঠিকানা-মোঃ আনজারুল হক, জনতা ব্যাংক ডোমার শাখা, হিসাব নম্বর-২৬৬৩ অথবা বিকাশের মাধ্যমে এই নাম্বারে- ০১৭৩৭৪২৫৫৯১।