• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১১:০৮ পূর্বাহ্ন |

ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডের মূল্য ‘অর্ধ’ বিলিয়ন ইউরো

Brazilখেলাধুলা ডেস্ক: ব্রাজিল বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলো নিজেদের স্কোয়াড সাজাতে ব্যস্ত। গত বুধবার স্বাগতিক ব্রাজিল ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে। লুইস ফিলিপ স্কোলারি তরুণ ও অভিজ্ঞ ফুটবলারদের নিয়ে তার স্কোয়াড সাজিয়েছেন। যে দলে জায়গা হয়নি কাকা, রবিনহো ও রোনালদিনিহোর মতো তারকা ফুটবলারদেরও। তারপরেও ব্রাজিল বিশ্বকাপ স্কোয়াডের মূল্য ‘অর্ধ’ বিলিয়ন ইউরো।

জানিয়েছে ব্রাজিলের অর্থনীতিভিত্তিক দৈনিক ‘ভ্যালর’। বৃহস্পতিবার স্বাগতিক দল নিয়ে প্রতিবেদন প্রকাশ করে তারা। ভ্যালর জানায়, ব্রাজিল বিশ্বকাপের সবচেয়ে ব্যয়বহুল দল। পাঁচবারের বিশ্বকাপ জয়ীদের মূল্য ৫১৪.২৩ মিলিয়ন ইউরো।

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন (৪৮৬.৯ মিলিয়ন)। তৃতীয় অবস্থানে আর্জেন্টিনা (৪৭৪.১ মিলিয়ন)। ভ্যালরের প্রতিবেদন অনুসারে ব্রাজিলের ২৩ জনের স্কোয়াডের সবচেয়ে দামী খেলোয়াড় নেইমার। নেইমারের মূল্য ৬৭.৪ মিলিয়ন ইউরো।

এছাড়া এবারের বিশ্বকাপে সবচেয়ে দামী ফুটবলার লিওনেল মেসি (১৩৮.১ মিলিয়ন)। মেসির পরের অবস্থানে পর্তুগিজ স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদো (১০৭.৩ মিলিয়ন)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ