• শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৩:১৯ অপরাহ্ন |

সিরাজগঞ্জে নিজের মেয়েকে ধর্ষণ করলো বাবা

Dorsonসিরাজগঞ্জ: রায়গঞ্জে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে নরপশু লম্পট বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নরপশু শামীম রেজা (৩৫) উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কালিয়াবিল গ্রামের আবদুর রহমানের ছেলে। সে পেশায় একজন তাঁতশ্রমিক।
রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান জানান, প্রায় সাত বছর আগে লম্পট শামীম রেজার স্ত্রী দুই মেয়ে শারমিন খাতুন রিমা ও তামান্না খাতুনকে রেখে বাবার বাড়ী চলে যায়। আর দুই বছর আগে স্বামী-স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়।
এ অবস্থায় মেয়ে দুটি বাবার কাছে থেকেই লেখা পড়া করছিল। বড় মেয়ে শারমিন খাতুন (১৩) স্থানীয় পাঙ্গাসী লায়লা মিজান স্কুল অ্যান্ড কলেজে সপ্তম শ্রেণীতে পড়ে। বড় মেয়েটিকে বাবা একই ঘরের আলাদা চৌকিতে ঘুমাতে দিতো।
পাঁচ মাস আগে লম্পট রেজার কুদৃষ্টি পড়ে বড় মেয়ের ওপর। এ অবস্থায় চারমাসে আগে একদিন রাতে লম্পট রেজা নিজ মেয়েকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়েটি লজ্জায়-ভয়ে মুখ খোলেনি।
এভাবে গত চারমাস ধরে প্রায়ই মেয়েকে নানা রকম ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে আসছিল লম্পট বাবা। সর্বশেষ গত ৫ মে রাতে লম্পট বাবা মেয়েকে আবারো ধর্ষণ করে। এ সময় পাশের ঘরে শুয়ে থাকা মেয়েটির দাদী টের পায়।
পরদিন সকালে কথা বলার এক পর্যায়ে মেয়েটি তার দাদীর কাছে পুরো ঘটনাটি খুলে বলে। পরে মেয়েটির দাদী স্থানীয় ইউপি সদস্যদের সহযোগিতায় গত ৮ মে সন্ধ্যায় রায়গঞ্জ থানায় আসেন। মেয়েটি নিজে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পরই রাতেই লম্পট রেজাকে গ্রেপ্তার করা হয়। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য শনিবার সদর হাসপাতালে পাঠানো হবে।
এসআই মাহবুব আরো জানান, স্থানীয়দের সামনে এবং থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে লম্পট রেজা মেয়েকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে।
এদিকে, মেয়েটি লোকলজ্জায় বার বার আত্মহত্যার চেষ্টা করে। বর্তমানে মেয়েটি দাদীর হেফাজতে কঠোর নজরদারিতে রয়েছে।
এ ঘটনায় পুরো এলাকার মানুষের মধ্যে ঘৃণার জন্ম নিয়েছে। সকলের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় এক শিক্ষক বলেন, পৃথিবীতে সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল হচ্ছে বাবা-মা। সেখানেই যদি মেয়েরা নির্যাতিত হয় তবে তারা কোথায় যাবে? এ ধরনের নরপশু বাবার কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ