• শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৪:২৬ অপরাহ্ন |

বীরগঞ্জে ৪৫ যুবতীকে দু’দিনের আউট সোর্সিং প্রশিক্ষন প্রদান

বীরগঞ্জে (দিনাজপুর) প্রতিনিধি: বীরগঞ্জে গত শুক্রবার ও শনিবার কম্পিউটারের মাধ্যমে বাড়ীতে বসে বৈদেশিক মুদ্রা আয় বিষয়ে ৪৫ জন যুবতীকে ২দিনের আউট সোর্সিং প্রশিক্ষন প্রদান করা হয়েছে।
‘দক্ষতা বাড়ান আইটি দক্ষতা হোন’ স্লোগান বাস্তবায়নের লক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও ঠেঙ্গামারা মহিলা সবুজ সংর্ঘের পরিচালনায় ৯ ও ১০ মে দু’দিনের কম্পিউটারের মাধ্যমে বাড়ীতে বসে বৈদেশিক অর্থ ইনকাম বিষয়ের্  ৪৫ যুবতীকে দু’দিনের আউট সোসিং প্রশিক্ষন প্রদান করা হয়। প্রশিক্ষন সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু জাফরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও সাবেক জাতীয় সংসদ সদস্য মোঃ আমিনুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহ- প্রধান মোঃ আকতার হোসেন, দু’দিন ব্যাপী প্রশিক্ষন প্রদান করেন ঠেঙ্গামারা মহিলা সবুজ সংর্ঘের সহকারী প্রশিক্ষক মোঃ সবুজ মিয়া ও মাস্টার প্রশিক্ষক-মোঃ মাহামুদুল হাসান। সার্বিকভাবে তত্বাবধান করেছেন ঠেঙ্গামারা মহিলা সবুজ সংর্ঘের বীরগঞ্জ এরিয়া ম্যানেজার আবুল কালাম আজাদ ও ই-সেন্টারের পরিচালক জান্নাতুন ফেরদৌস জিন্না। বিশেষ অতিথি প্রশিক্ষনে প্রথম স্থান অধিকারী জিন্না আক্তারকে সনদ প্রদান করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ