• শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০২:২৩ অপরাহ্ন |

চিরিরবন্দরে পল্লী বিদ্যুতের সংযোগ লাইন উদ্বোধন

chirirbandar photoদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে আরআরডিপি-১ প্রকল্প ও  ডিপোজিট ওয়ার্কের আওতায় চিরিরবন্দরে ৮৯ আবাসিকের বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ভিয়াইল ইউনিয়নের নানিয়াটিকর মাঝাপাড়া ও  কোনপাড়ায় ২২ লাখ টাকা ব্যয়ে ৫ দশমিক ৪ কিলোমিটারের মধ্যে ৩৬ বাড়ী ও বেলা সাড়ে ১১টায় অমরপুর ইউনিয়নের টিকাতেলী ও ফুলপুর গ্রামে ডিপোজিট ওয়ার্কের আওতায় ৭ লাখ টাকা ব্যয়ে ৫৩ বাড়ীতে বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি।
এলাকা পরিচালক জহুরুল ইসলামের সভাপতিত্বে গ্রাম বিদ্যুতায়নের আলাদা আলাদা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আয়ুবর রহমান শাহ, সাধারণ সম্পাদক অধ্য আহসানুল হক মুকুল, দিনাজপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য জেডএইচ মোহাম্মদ আলী শামীম, মহিলা ভাইস চেয়ারম্যান তরুবালা রায়, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম কাজী মোহাম্মদ আলীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ