প্রযুক্তি ডেস্ক: আপনি জানেন কি সূর্যেরও বোন আছে? আমাদের পৃথিবী থেকে সূর্যের এই বোন ১০০ আলোকবর্ষ দূরে বাস করে।
বিজ্ঞানীরা বলছেন, এই আবিষ্কারের মধ্য দিয়ে মহাজগতে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা আরো জোরালো হলো।
যুক্তরাষ্ট্রের টেক্সাস-অস্টিন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এসব তথ্য জানিয়েছেন। তারা দাবি করেছেন, সৌরজগতের বাইরে এই প্রথম সূর্যের সমগোত্রীয় একটি নক্ষত্রের সন্ধান পাওয়া গেছে। সূর্য ও এই নক্ষত্রটির জন্ম একই প্রক্রিয়ায় এবং একই সময়ে।
মহাকাশে সূর্য একটি নক্ষত্র বা তারা। এ রকম অসংখ্য নক্ষত্র রয়েছে মহাবিশ্বে। কিন্তু সূর্য নামক নক্ষত্রের সমগোত্রীয় কোনো নক্ষত্র আছে তা এতদিন জানা ছিল না বিজ্ঞানীদের। নতুন আবিষ্কৃত এ নক্ষত্রটিকে বিজ্ঞানীরা ‘সূর্যের বোনা’ হিসেবে অভিহিত করেছেন।
সূর্যের বোন নামক এ নক্ষত্রটি সূর্যের মতোই গ্যাস, ধূলিকণা দিয়ে তৈরি বলে দাবি করেছেন গবেষক দলের প্রধান ইভান রামিরেজ।
তথ্যসূত্র : ইন্ডিয়া টুডে।