ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের এক ডাক্তারের মাথা ফাটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগের ইউনিট-৩ এর পার্টটাইম ডাক্তার মমিনুল ইসলাম পিন্নুসহ (২৮) পাঁচজন ডাক্তার মেডিকেলের অনতিদূরে চাঁনখারপুলের আফতাব হোটেলে রাতের খাবার খেতে যাওয়ার পথে কয়েক জন দুর্বৃত্ত পথরোধ করে। পরে দুর্বৃত্তরা ধর ধর করে তাদের ধাওয়া করে। ধাওয়া করে ডাক্তার মমিনুল ইসলাম পিন্নুকে অগ্রণী ব্যাংকের সামনে থেকে ধরে হকস্টিক দিয়ে মাথা ফাটিয়ে দেয় দুর্বৃত্তরা। বর্তমানে মমিনুল ঢামেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে কে বা কারা এ হামলা চালিয়েছে কিছুই জানা যায়নি।