বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বীরগঞ্জে নানা কর্মসূচীর মধ্যদিয়ে আজ রোববার বিশ্ব মা দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু জাফরের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও সাবেক জাতীয় সংসদ সদস্য মোঃ আমিনুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, বীরগঞ্জ প্রেসকাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী, অনলাইন পত্রিকা বীরগঞ্জ প্রতিদিন সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক প্রমূখ। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, বিভিন্ন শিা প্রতিষ্ঠানের শিক, পৌর কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের সদস্য ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।