আবু বকর মুহাম্মদ সালেহ:
গুম হয়েছে নিয়ন কানুন
কালের দড়ি যতই টানুন
শুনুন নিখোঁজ সংবাদে
চাঁদের বুড়ি নেই চাঁদে।
গুম হয়েছে লজ্জা শরম
হারিয়ে গেছে দাদার খড়ম
কালের ধারায় কোন খানে
ঘুরছি তারি সন্ধানে।
গুম হয়েছে মানবতা
বেঁচে থাকার স্বাধীনতা
পরাজয়ের হাত ধরে
চু দিয়ে জল পরে।
ঝুমুর ধনি নেই নূপুরে
গুম হয়ে যাই দিন দুপুরে
ফিরে আসি লাশ হয়ে
নদীর পানি যায় বয়ে।
গুম হয়েছে মুখের হাসি
শুনছি খবর সর্বনাশী
শোকমাখা ঐ মিনারে
আমরা খাদের কিনারে।
এভাবে দিন আসবে ফিরে
জ্বলবে আগুন সুখের নীড়ে
কেউতো সেটা জানতনা
পাইনা খুঁজে সান্তনা।