• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৩ পূর্বাহ্ন |

কঙ্গোয় ফুটবল মাঠে গোলযোগ: নিহত ১৫

congo news limonখেলাধুলা ডেস্ক: গণপ্রজাতন্ত্রী কঙ্গোর রাজধানী কিনশাসায় রবিবার একটি ফুটবল মাঠে খেলা চলাকালে সৃষ্ট গোলযোগে ১৫ জন নিহত ও ২১ জন আহত হয়েছে। এসময় পুলিশ দর্শকদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোড়ে।
সোমবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
কিনশাসার গভর্নর আন্দ্রে কিমবুতা বলেছেন, ‘ফুটবল মাঠের গোলযোগে এখন পর্যন্ত ১৫ জন নিহত ও ২১ জন আহত হয়েছে।’
ওইদিন কঙ্গোর জনপ্রিয় দল এএসভি ক্লাব ও টাউট পুইসান্ট মজাম্বির মধ্যে একটি গুরুত্বপূর্ণ খেলা ছিল।
বেতার কেন্দ্র ওকাপির খবরে বলা হয়, এএসভি ক্লাব হেরে যাওয়ার পথে থাকলে তাদের সমর্থকরা উত্তেজিত হয়ে ওঠে। এ সময় তারা মাঠে ইট-পাথর নিক্ষেপ করলে রেফারি বাধ্য হয়ে বারবার খেলা বন্ধ করে দেন।
এদিকে জাতীয় টেলিভিশনের খবরে বলা হয়, ফুটবল মাঠে ইট-পাথর নিক্ষেপের ফলে খেলা বন্ধ হয়ে গেলে সেখানে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
পুলিশ উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোড়ে। এতে লোকজন হুড়োহুড়ি করে পালাতে গিয়ে অনেকেই পায়ের নিচে চাপা পড়ে। এছাড়া সেখানে বিভ্রান্তিমূলক পরিস্থিতিতে স্টেডিয়ামের একটি দেয়াল ধসে পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ