• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:৫৩ পূর্বাহ্ন |

হিন্দু থেকে মুসলমান হলেন একই পরিবারের ৫ সদস্য

76710_1নারায়নগঞ্জ: শহরের হাজীগঞ্জের পরিমল চন্দ্র শীলের পরিবারের ৫ সদস্য রোববার ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। নারায়ণগগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম মহিউদ্দিন আহম্মেদের আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন। এ ব্যাপারে তাদের সহযোগিতা করেন নেদায়ে ইসলাম।

অ্যাডভোকেট শাহাজাহান মোড়ল জানান, পরিমল চন্দ্র শীলের পরিবারের সদস্যরা ইসলাম ধর্ম গ্রহণ করতে আমার কাছে আসে। পরিবারের পাঁচ সদস্য সবাই ইসলাম গ্রহণের ইচ্ছা প্রকাশ করলে আদালত তাদের আদেশ দেন।

পরিমল চন্দ্র শীল বর্তমানে আহমদ আবু বাকার জানান, নিউ হাজীগঞ্জ মুক্তিযোদ্ধা সড়কে বাসার পাশে মসজিদে এক বছর ধরে বিভিন্ন ওয়াজ ও ধর্মের দাওয়াতে আমার পরিবারের সদস্যরা ইসলাম ধর্ম গ্রহণে ইচ্ছা প্রকাশ করে। এরপর রোববার সব সদস্য আদালতে এসে ইসলাম ধর্ম গ্রহণের অনুমতি নেয়।

তিনি আরো জানান, ইসলাম ধর্ম গ্রহণের পর থেকে পরিমল চন্দ্র শীল বর্তমানে আহমাদ আবু বাকার, স্ত্রী দিপালী রানি বর্তমানে আমিনা মোতমাইন্না, বড় ছেলে অপু চন্দ্র শীল বর্তমানে আহমাদ আবু আরশাদ, মেজো মেয়ে রেখা রানি শীল বর্তমানে আয়িশা সিদ্দিকা ও ছোট ছেলে অমিত চন্দ্র শীল বর্তমানে আহমাদ আবু আরদিল্লাহ হিসেবে সমাজে পরিচিতি লাভ করবে।

অপরদিকে, ইসলাম ধর্ম গ্রহণের পর আদালতে তাদের অভিনন্দন জানায় জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা এমপি হোসেনে আরা বাবলী, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন ও অ্যাডভোকেট সুলতান উদ্দিন নান্নু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ