সোমবার দুপুর তিনটায় রাজধানীর কারওয়ান বাজারে ছিনতাইকারীদের ইটের আঘাতে রাসেল (৩২) নামের এক কাঁচামাল ব্যবসায়ী গুরুতর আহত হন। রাসেল জানান, অজ্ঞাত সন্ত্রাসীরা মাথায় ইট দিয়ে আঘাত করে তার সঙ্গে থাকা টাকা নিয়ে যায়।
বিকেল পাঁচটায় রাসেল ঢামেক হাসপাতাল জরুরি বিভাগে চিকিৎসা নিতে এলে সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিকরা। এ সময় হাসপাতালের উপ-পরিচালক মুসফিকুর রহিম হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত আনসারের প্লাটুন কমান্ডার আব্দুল খালেককে সঙ্গে নিয়ে এসে ডাক্তাররা বিরক্ত হচ্ছেন জানিয়ে সাংবাদিকদের বের করে দেন এবং বলেন, ‘এভাবে জরুরি বিভাগ থেকে সংবাদ সংগ্রহ করা যাবে না।’ নিয়ম অনুযায়ী আসতে হবে।
সেখানে উপস্থিত ছিলেন এটিএন নিউজের সাংবাদিক বুলবুল চৌধুরী, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক আওরঙ্গজেব সজিব, দ্য রিপোর্ট ২৪ এর সাংবাদিক সোহেল রানা এবং বাংলানিউজের সাংবাদিক আবাদুজ্জামান শিমুল।