• শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৩:২৯ অপরাহ্ন |

পুলিশ সার্জেন্টের ওপর যুবলীগ-ছাত্রলীগের হামলা

23107_bmচট্টগ্রাম: কালো গ্লাসের গাড়ীর বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় যুবলীগ- ছাত্রলীগ কর্মীদের হামলার শিকার হয়েছে পুলিশ। সোমবার দুপুরে সীতাকুন্ড উপজেলার ভাটিয়ারি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হয়েছেন বার আউলিয়া পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মনিরুল ইসলাম। আহত মনিরুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সোমবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কালো গ্লাসের গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু হয়। ভাটিয়ারি এলাকায় অভিযান চলাকালে ওই ইউনিয়নের আওয়ামী লীগ নেতা এবং সাবেক চেয়ারম্যান  ইসহাকের ছেলে রবিউলের গাড়ি আটক করে পুলিশ। গাড়ি আটক করায় পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করে রবিউল। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত রবিউল পুলিশকে বিভিন্ন ধরণের হুমকি ধমকি দেন। ঘটনার কিছুক্ষণ পরে মোবাইল  ফোনে যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের ডেকে এনে পুলিশের উপর হামলা চালায় রবিউল। এতে ফাঁড়ির সার্জেন্ট মনিরুল ইসলাম গুরুতর আহত হন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ