জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় মঙ্গলবার সকালে ওড়না দিয়ে পেঁচিয়ে গাছের ডালে ঝুলন্ত এক যুবকের লাশ উদ্ধার করেছে জলঢাকা থানা পুলিশ।
মৃতের বড় ভাই ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পৌরসভার ৭নং ওয়ার্ডের মৃত প্রাণকান্ত রায়ের ছেলে সুকুমার রায় (২০) পার্শ্ববর্তী ভূপেন রায়ের মেয়ে লিপি রানী (১৫) এর প্রেমের সম্পর্ক ছিল। এ বিষয়ে কিছুদিন পূর্বে মেয়ে ও ছেলের পরিবারেরে লোকজন নিয়ে স্থানীয়রা একটি সালিশী বৈঠক করেছিল।
তবে প্রেম ঘটিত কারণে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন মৃতের জ্যাঠাতো বড় ভাই বড়দা মোহন।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোকছেদ আলী জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট এলে হত্যা না আত্মহত্যা জানা যাবে।
এ রিপোর্ট লেখার সময় মৃতের স্বজনদের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মনির সিসি নিউজকে জানান, এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি। এক প্রশ্নের জবাবে তিনি জানান, লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই।