চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর চিরিরবন্দরের অর্থকরী ফসলের মধ্যে ভূট্রা অন্যতম। চলতি মৌসুমে উপজেলায় ভূট্রার বাম্পার ফলন ও দাম ভালো পাওয়ায় খুশি চাষিরা।
ভূট্রাচাষী জুয়েল, আজিজুল, বেশারত আলী শাহ, আঃ জলিল জানান, ভূট্রা চাষ লাভজনক হওয়ায় প্রতি বছর ভূট্রা চাষ করে থাকি। যে ভাবেই ভূট্রা চাষ করা হউক না কেন ভূট্রা চাষে লোকসান নেই। ভূট্রা বিক্রি করে যেমন অর্থ পাওয়া যায় ঠিক তেমনি ভূট্রার গাছ জ্বালানী হিসাবে খুব সহজে ব্যবহার করা যায়। তাই ভূট্রা চাষ দিন দিন চিরিরবন্দরে জনপ্রিয় হয়ে উঠেছে। চলতি মৌসুমে চাষকৃত ভূট্রার বাম্পার ফলন হয়েছে। অল্প পরিমানে ভূট্রা সংগ্রহ শুরু হয়েছে। কিছু দিনের মধ্যে ব্যাপকহারে ভূট্রা সংগ্রহ শুরু হবে। বর্তমানে ভূট্রা প্রতি মণ প্রকার ভেদে ১০০০ থেকে ১২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। ফলে দামেও চাষিরা খুশি।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ৩ হাজার ৮৫ হেক্টর জমিতে ভূট্রা চাষ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় চাষকৃত ভূট্রায় এখন পর্যন্ত কোন প্রকার বৈরী প্রভাব পড়েনি। ফলে এ বছর ভূট্রার বাম্পার ফলন হয়েছে। উপজেলার অপেক্ষাকৃত উঁচু জমিতে ব্যাপক হারে ভূট্রার চাষ হয়েছে। চিরিরবন্দরের চাষীরা ভূট্রা চাষকৃত জমিতে ভূট্রার পাশা-পাশি অন্যান্য মৌসুমি ফসল যেমন লাল শাক, আলুসহ বিভিন্ন ফসল উৎপন্ন করে থাকে।