রাজিবপুর (কুড়িগ্রাম)প্রতিনিধি: বুধবার কুড়িগ্রামের রাজিবপুরের বালিয়ামারী ও ভারতের কালাইয়ের চরের বর্ডার হাট বন্ধ ছিল। বিজিবি সুত্রে জানাগেছে, ভারতের লোকসভার ভোট গননার কাজে দেশের সকল কাস্টম অফিসার নির্বাচনী ডিউটিতে রয়েছে। সেই কারনে গতকাল বুধবার হাটে কোন লেন-দেন হয়নি । তবে হাটে আসা অনেকেই অভিযোগ তাদের গত হাটে জানানো হয়নি। এব্যাপারে বালিয়ামারী বিজিবি ক্যাম্পের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা সুবেদার মনির জানান বিএসএফ আমাদের জানিয়ে দিয়েছে তাদের কাস্টম অফিসার নেই। তাই বুধবার বর্ডার হাট বন্ধ থাকবে।
ইজ্জতের মুল্য দিলেন ৯০ হাজার টাকা!
কুড়িগ্রামের রাজিবপুরে ৬ষ্ঠশ্রেনীর মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনের চেষ্টার দায়ে এক স্কুল শিক্ষক ২ লক্ষাধিক টাকা অর্থ দন্ড দিতে হল। এলাকাবাসি জানান, চর রাজিবপুর পুকুরপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য আলম মিয়ার মাদ্রাসা পড়–য়া মেয়েকে টাকার লোভ দেখিয়ে ধর্ষনের জন্য কু-প্রস্তাব দেয় পাশের বাড়ির এক স্কুল শিক্ষক লুৎফর রহমান। কু প্রস্তাব ও টাকা দেওয়ার সময় মেয়েটির বাবা দেখতে পায়। এ নিয়ে কয়েক দিনে পত্র-পত্রিকায় এবং এলাকাবাসিদের মধ্যে সমালোচনার ঝড় উঠে। অর্থ পাওয়ার আশায় এলাকার রাজনৈতিক নেতাদের মধ্যে চলে ঠান্ডা লড়াই। অনেক নেতাই ছেলে পক্ষের নিকট থেকে টাকা হাতিয়ে নিয়ে কেটে পড়ে। মঙ্গলবার রাতে মেয়ে পক্ষকে ইজ্জতের মুল্য হিসেবে ৯০ হাজার টাকার এক রফা দফার মাধ্যমে ঘটনাটির মিমাংসা হয় । তবে মেয়ে পক্ষ ৯০ হাজার টাকা পেলেও উক্ত শিক্ষকের গচ্চা গেছে ২ লক্ষাধিক টাকা ।
রাজিবপুরে প্রচন্ড গরমে মুরগী ব্যবসায়ীরা বিপাকে
প্রচন্ড তাপদাহ ও গরমে রাজিবপুরে মুরগী ব্যবসায়ীরা বিপাকে পরেছে । গত ২ দিনের অসহনীয় গরমে ব্যবসায়ীরা তাদের খামারে মুরগী রাখতে পারছেন না । গত ২ দিনে ৫ শতাধিক মুরগী মারা যাওয়ারও খবর পাওয়া গেছে । ফলে ১৫০ টাকা কেজি মুরগী বিক্রি করছেন ৮০ টাকা থেকে ৯০ টাকা কেজি । এতে ব্যবসায়ীদের কেজি প্রতি লোকসান যাচেছ ৩০ টাকা থেকে ৪০ টাকা পর্যন্ত । ফলে মুরগী ব্যবসায়ীদের ব্যবসায় ধস নেমে এসেছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন । অপর দিকে মঙ্গলবার (১৩মে) বিকালে প্রচন্ড রোদে স্বামীর জন্য ভাত নিয়ে জমিতে গেলে চর বদরপুর গ্রামের মজনু মিয়ার স্ত্রী সাহেরা খাতুন (৪৪) হিটস্ট্রোকে মারাগেছেন বলে এলাকাবাসি জানিয়েছেন ।