• শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৭:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে প্রাথমিকে নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার করায় আটক-৩ নীলফামারীতে গণজাগরণের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা কুয়াশা কেটে যাওয়ায় সাড়ে ৬ ঘন্টা পর সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক ঘন কুয়াশার কারনে সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট উঠানামা ব্যাহত সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেলেন মসিউর রহমান খানসামা উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাচ্ছে ২৩ হাজার শিশু প্রধানমন্ত্রী নিজের নির্বাচনী এলাকা যাচ্ছেন আগামীকাল বাংলাদেশ সীড এসোসিয়েশন এর নির্বাহী সদস্য হলেন ডোমারের আনোয়ার হোসেন কাভার্ড ভ্যানে আগুন: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সাময়িক বরখাস্ত

Saidpur Airport
সিসি নিউজ: সৈয়দপুর ও ঠাকুরগাঁও বিমানবন্দরের দায়িত্বে থাকা ব্যবস্থাপক শহিদুল আলম চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। আর এমন অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই ব্যবস্থাপককে সদর দপ্তরে কোজ করে সাময়িক বরখাস্ত করেছে।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, শহিদুল আলম চৌধুরী ২০০৯ সালের ১ অক্টোবর সৈয়দপুর ও ঠাকুরগাঁও বিমানবন্দরের ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। দীর্ঘ এ সময়ে ওই দুটি বিমানবন্দরের বিভিন্ন কর্মচারীদের ভুয়া ওভার টাইম বিল, রক্ষণাবেক্ষনের সরঞ্জাম ক্রয়, রানওয়ে মেরামত ও ঘাস কর্তনসহ বিভিন্ন খাতের অর্থ আত্মসাৎ এবং অনিয়মের অভিযোগ ওঠে। এ ছাড়া বিমানবন্দরের জনৈক এক কর্মচারী দীর্ঘদিন অনুপস্থিত থাকার পরও তার বেতন-ভাতাদি উত্তোলন করার গুরুতর অভিযোগ রয়েছে। সূত্রটি জানায়, এসব অভিযোগের প্রেক্ষিতে বেসরকারী বিমান চলাচল কর্তৃপক্ষের তদন্ত টিম একাধিকবার সৈয়দপুর বিমানবন্দরে তদন্তে আসেন।
বুধবার সরেজমিনে সৈয়দপুর বিমানবন্দরে গিয়ে দেখা যায়, গত ৩০ এপ্রিল ঢাকা কুর্মিটোলা সদর দপ্তরের কন্টোল টাওয়ারের কর্মকর্তা শাহিন হোসেন নতুন ব্যবস্থাপক হিসেবে বিমানবন্দরে যোগদান করেছেন। অপরদিকে সাবেক ব্যবস্থাপক (ওএসডি) শহিদুল আলম চৌধুরী বিমানবন্দরের বিভিন্ন দপ্তরে যাতায়াত করতে দেখা গেছে। একটি সূত্র মতে, ওই ব্যবস্থাপক সাময়িক বরখাস্তের পর সৈয়দপুর বিমানবন্দরের কতিপয় কর্মকর্তা-কর্মচারীর সাথে সখ্যতা গড়ে তুলে তার বিরুদ্ধে আনীত অভিযোগের প্রমানাদি বিলুপ্ত করার চেষ্টা করছে।
এ ব্যাপারে সৈয়দপুর বিমানবন্দরের সাবেক ব্যবস্থাপক শহিদুল আলম চৌধুরীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি সংবাদকর্র্মীদের জানান, সৈয়দপুর বিমানবন্দরের কতিপয় কর্মচারী উর্ধতন কর্তৃপক্ষের কাছে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ করেছে। এসব অভিযোগের প্রেক্ষিতে বেসরকারী বিমান চলাচল কর্তৃপক্ষ সাময়িক বরখাস্ত করেছে। তবে তিনি তাঁর বিরুদ্ধে কর্মচারীদের আনীত অভিযোগ মিথ্যা, ভিত্তিহীণ ও বানোয়াট বলে উল্লেখ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ