কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে কবি সুফিয়া কামাল স্মৃতি পদক পেয়েছেন কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউয়িনের চেয়ারম্যান মোজাহার হেসেন দুলাল। গ্রাম আদালত, এলজিএসপি প্রকল্প, তথ্য সেবা কেন্দ্রের শতভাগ কাজ সম্পূর্ণ করার জন্য তিনি এই পদক পান। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ,কোরাম ও হিউম্যান রাইটস কালচারাল কর্তৃক আয়োজিত ঢাকা শিশু কল্যাণ পরিষদে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য বাবু সতীশ চন্দ্র রায় তাকে সম্মাননা প্রদান করেন। গত ১০ মে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ,কোরাম ও হিউম্যান রাইটস কালচারাল এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।