ডোমার (নীলফামারী) প্রতিনিধি: দেশের শতভাগ প্রাথমিক বিদ্যালয়ে প্রতিবন্ধী শিশুদের শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত সুযোগ সুবিধা নেই । ডোমার উপজেলার চিলাহাটিতে অ্যাকটিভিস্তা যুব সংস্থা আয়োজিত; প্রতিবন্ধী শিশুদের জন্য শিায় সমঅধিকার ও সমসুযোগের দাবীতে এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন বক্তারা ।
আজ বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি গালর্স স্কুলে এন্ড কলেজের সম্মেলন কে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় । এ সময় বক্তারা প্রতিবন্ধী শিার্থীদের বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে স্টকহোল্ডারদের দায়িত্ব পালন সহ প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি নিশ্চিত করন, শিক্ষার্থীদের শিক্ষন-শিখনে প্রশিক্ষণ ব্যবস্থা শ্রেণী করে দরজাগুলো হুইল চেয়ার নিয়ে প্রবেশের ব্যবস্থা সহ ১১ দফা দাবী বাস্তবায়নের সুপারিশ করেন । চিলাহাটি গালর্স স্কুল এন্ড কলেজের অধ্য আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার সাহেদুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন ২নং কেতকীবাড়ী ইউপি চেয়ারম্যান জহুরুল হক দীপুৃ ,হুমায়ুন কবীর মঞ্জু সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোকাদ্দেস হোসেন লিটু।