• বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৩:২৩ পূর্বাহ্ন |

প্রাইম ব্যাংকের কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

Bankঅর্থ-বাণিজ্য ডেস্ক: প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রাইম ব্যাংকের শাখা ব্যবস্থাপকসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার রাজধানীতে দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের নিয়মিত সভায় এ চার্জশিট অনুমোদন দেয়া হয় বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।
যাদের আসামি করে চার্জশিট অনুমোদন দেয়া হয়েছে তারা হলেন- প্রাইম ব্যাংক রিং রোড শাখার সাবেক ব্যবস্থাপক (অপারেশন) গোলাম মোস্তফা, একই শাখার সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার জাহানারা বেগম, সাবেক নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম খান, আল-আমিন স্টোরের স্বত্বাধিকারী নুরুল আমিন, মেসার্স আরাফাত ট্রেডার্স নামক ভুয়া প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আরাফাত আলী খান, মেসার্স তামান্না ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আব্দুল হাই ও তার স্ত্রী রওশন আরা হাই, মো: শহিদুল ইসলাম এবং মো: হাবিবুর রহমান।
২০১১ সালের ১২ অক্টোবর রাজধানীর আদাবর থানায় ব্যাংকটির ব্যবস্থাপক মো: গিয়াস উদ্দিন মামলাটি দায়ের করেন (মামলা নং-১৪)। পরে মামলাটির তদন্ত ভার দুদকে দেয়া হয়। দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপসহকারী পরিচালক মো: মোজাম্মেল হোসেন হাওলাদার মামলাটি তদন্ত করেন।
অভিযোগের বিষয়ে দুদক সূত্র জানায়, ওই শাখার ব্যবস্থাপক থাকা অবস্থায় গোলাম মোস্তফা মতার অপব্যবহার করে তার আত্মীয়দের বিভিন্ন প্রতিষ্ঠানকে অবৈধ ঋণ দেন। যেখানে প্রতিষ্ঠানগুলোর কোনো প্রকার জামানত কিংবা কোনো ধরনের কাজগপত্র নেয়া হয়নি। ম্যানেজার জাহানারা বেগম তাতে অসৎভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে কোনো প্রকার যাচাই ছাড়াই এসব বিধি বহির্ভূত ঋণপত্রে স্বাক্ষর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ