খেলাধুলা ডেস্ক: আসর শুরুর আগে এবারও আলাদা আলোচনায় বিশ্বকাপের ফুটবল। এডিডাস প্রস্তুতকৃত এবারের বিশ্বকাপ ফুটবল ‘ব্রাজুকা’ নিয়ে ইতিমধ্যে বিশ্লেষণ জানাচ্ছেন গবেষকরাও। দক্ষিণ আফ্রিকায় গত বিশ্বকাপের বল ‘জাবুলানি’ নিয়ে সমালোচনা শোনাচ্ছিলেন ২০১০’র বিশ্বকাপের ফুটবলাররা। তবে এবার তেমন কিছু ঘটবে না বলে আশা করছে বিশ্বকাপে এ নিয়ে ১২ বারের বিশ্বকাপ বল প্রস্তুতকারক এডিডাস। গত বিশ্বকাপে বলের হাল্কা ওজন নিয়ে ভোগান্তির কথা জানাচ্ছিলেন বিশ্ব তারকারা। ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি বুফন আসর চলাকালে বলেছিলেন, শূন্যে বলের গতি-প্রকৃতি ঠিক থাকছে না। আর ব্রাজিল স্ট্রাইকার লুইস ফাবিয়ানো বিশ্বকাপের ‘জাবুলানি’ বলকে আখ্যা দিচ্ছিলেন অতিপ্রাকৃত নামে। বৃহস্পতিবার বার্তা সংস্থা বিবিসিকে এডিডাস ফুটবল ডিরেক্টর ম্যাথিয়াস মেকিং বলেন, শূন্যে বলের গতি ও পথ-প্রকৃতি নিয়ে আমরা গত দিনগুলোতে বেশ গবেষণা করেছি। এবারের বিশ্বকাপ বলে আগের সমস্যা দেখা যাবে না। যুক্তরাষ্ট্র স্পেস এজেন্সি (নাসা)’র গবেষক ড. রবি মেহতা বলেন, শূন্যে বলের গতি ও পথ-প্রকৃতি পরিবর্তনের প্রধান কারণ এর গায়ের গিট ও সেলাই। ২০০৬’র জার্মানি বিশ্বকাপে ‘টিমজিস্ট’ বলের ভেতর বিশেষ গিটের সংখ্যা ছিল ১৪, জাবুলানিতে ৮ ও এবারের ব্রাজুকায় এ সংখ্যা ৬। ব্রাজুকা বল দেখে যা বোঝা যায়-এই বলে ফ্রি কিকে বাড়তি সুবিধা পাবেন খেলোয়াড়রা। জাবুলানির তুলনায় শূন্যে ব্রাজুকা বলের হঠাৎ পথ পরিবর্তন দেখা যাবে কম। শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. জন হার্ট বলেন, জাবুলানি বলে সেলাই দেখা গিয়েছিল ০.৪৮ মিলিমিটার গভীর। এবারের ব্রাজুকা বলে তা ১.৫৬ মিলিমিটার। জাবুলানি বল জুড়ে সেলাইয়ের বিস্তৃতি ছিল ২০৩ সেন্টিমিটার। ব্রাজুকায় সেলাইয়ের বিস্তার ৩২৭ সেন্টিমিটার। সাধারণত ৩২ গিটের একটি ফুটবলে কিক নিলে শটটি ঘণ্টায় ৪৮ কিলোমিটার বেগ পায়। তবে এবারের বিশ্বকাপে হাল্কা-নরম ও সূক্ষ্ম সেলাইয়ের ব্রাজুকা বলে ফ্রি-কিক শটে খেলোয়াড়রা গতিবেগ পাবেন ঘণ্টায় ৮০ থেকে ৮৮ কিলোমিটার।