আন্তর্জাতিক ডেস্ক: খনি পরিদর্শনকালে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের গাড়িতে লাথি মারাই কাল হলো ত্রিশ বছরের এক যুবকের। প্রেসিডেন্টের এহেন অপমানে নিজেকে আর ধরে রাখতে পারেননি উপদেষ্টা ইউসুফ এরকেল। যুবকের দুটি হাত দুদিক থেকে চেপে ধরেছে সেনাবাহিনী। মাটিতে পড়ে ছটফট করছেন ওই যুবক। নিজেকে ছাড়ানোর চেষ্টা করে চলেছেন ক্রমাগত। আর এরদোগানের স্যুট-টাই পরা উপদেষ্টা তাঁকে লাথি মেরেই চলেছেন এক নাগাড়ে।
ওই যুবকের অপরাধ? পশ্চিম তুরস্কের সোমায় খনি-বিপর্যয়ের পর ঘটনাস্থল পরিদর্শনকালে ক্ষোভে ফেটে পড়ে জনতা। বিক্ষুব্ধদের ভিড়ে ছিলেন ওই যুবকও। তিনি সজোরে লাথি মারেন এরদোগানের গাড়িতে। চার পাশে বহু মানুষের ভিড়, সাংবাদিকদের জটলা, ক্যামেরার ঝলকানি সে দিকে নজর নেই তাঁর। নিরুত্তাপ উপদেষ্টা ‘শাস্তি’ দিতে ব্যস্ত।
এ ছবি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ছড়িয়ে পড়তে সময় লাগেনি। সমালোচনার ঝড় ওঠে মুহূর্তে।
তুরস্কে খনি-দুর্ঘটনা নতুন কিছু নয়। মাঝেমধ্যেই ঘটে থাকে। নিরাপত্তা ব্যবস্থার অভাব নিয়ে অভিযোগ ওঠে প্রায়ই। এ বারে সোমার খনি-বিপর্যয়ে এখনও পর্যন্ত ২৮২ জনের মৃত্যুর খবর মিলেছে। দেড়শ খনি-শ্রমিকের খোঁজ নেই। শক্তিমন্ত্রী তানের ইলদিজ বলন, ‘তাঁদের বেঁচে ফেরার আশা নেই বললেই চলে। এ অবস্থায় স্বজনহারা মানুষের সঙ্গে কোনো সরকারি কর্তা কীভাবে এমন আচরণ করতে পারেন? সরকারের তরফে এর কোনো সদুত্তর মেলেনি।’
ক্ষুব্ধ জনতার বক্তব্য প্রেসিডেন্ট নিজেই ঘি ঢেলেছেন। মৃত কর্মীদের পরিবারকে বলেন, ‘কাজের জায়গায় একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে। খনিতে এ ধরনের বিস্ফোরণ মাঝে মধ্যেই ঘটে। পৃথিবীর অন্য কোনো দেশে এমন ঘটনা ঘটেনি, তা তো নয়।’
বিস্ফোরণকে প্রেসিডেন্ট এরদোগান খুবই সামান্য ভেবে বলেন, ‘মামুলি বিষয়।’
এ বক্তব্যে স্বজনহারা মানুষগুলো জ্বলে ওঠে। ‘খুনি!’, ‘চোর!’ বলে চেঁচাতে শুরু করেন তাঁরা।
অগস্ট মাসেই তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন। রাজনীতিতে এর প্রভাব যে পড়বে, সে বিষয়ে নিশ্চিত কূটনীতিকরা। তা নিয়ে অবশ্য মোটেও মাথাব্যথা নেই স্বজনহারাদের। পরিজনকে সমাহিত করতে শাবল হাতে নেমে পড়েছেন তাঁরাই।
সোমার সবুজে মোড়া পাহাড়ি উপত্যকায় খোঁড়া হচ্ছে শতাধিক কবর।