সিসিনিউজ ডেস্ক: ক্যালিফোর্নিয়ার এক মহিলার বাড়িতে ঝাঁকে ঝাঁকে শকুন এসে সমবেত হয়েছে। তিন সপ্তাহ ধরে এ বড় বড় পাখি সেখানে এসে অবস্থান করছে। ওয়েসেট এবিসি নিউজ জানায়, ভার্জিনিয়ার কেবল লিঞ্চবার্গ থেকেই শকুনগুলো যাচ্ছে না। পাশের ওয়েস্ট প্রিন্সটন সার্কেলে মিশেল ইউয়িং-ক্যারেগা বসবাস করেন। তিনি ওয়েসেটকে জানান, দুই সপ্তাহ আগ থেকে শকুন আসতে শুরু করে এবং তারা যে এসেছে সে কথা তারা জানান দিয়েছে। ছাদের ওপর থেকে কুকুরের ডাকের মতো শব্দ শুনে তাদের ঘুম ভেঙে যায়। পাখিগুলো বড় বড় ও সংখ্যায় বিপুল। ইউয়িং-ক্যারেগা বলেন, ‘আমি আমার ও আমার প্রতিবেশীর ছাদের ওপর ৪০টি শকুন এবং নিচে আরো ২০-৩০টি শকুন দেখতে পাই। আমার মনে হল আশপাশে কয়েক শ’ শকুন ছিল। প্রাণীগুলো আবর্জনার মধ্য থেকে খাবার খাচ্ছিল এবং নোংরা বস্তুগুলো ছাদের ওপর এনে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি বিকট শব্দ করছে। সহজে কোথায়ও যাচ্ছে না। এ অবস্থায় বাসিন্দারা কী করতে পারেন? মার্কিন কৃষি অধিদফতরের বন্যপ্রাণী বিভাগ বলেছে, অতিথি পাখিদের কোনো ক্ষতি করা যাবে না। তবে এসব পাখিকে তাড়িয়ে দেয়া বেআইনি হবে না। সূত্র: ইয়াহু নিউজ।