হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরিগঞ্জে নদীতে নৌকা ডুবে মা ও ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার জলসুখা নৌঘাট এলাকার কোদালীয়া এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-জলসুখা মিরহাটি এলাকার মাকসুদা (৪০), তার ছেলে এরশাদ (২৩) ও মাকসুদার খালা জবেদা (৭০)। আজমিরিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর বখত চৌধুরী জানান, বিকেলে ওই তিনজন জলসুখা নৌঘাট এলাকায় নদীর পাড়ে ধানের খলায় কাজ করছিলেন। এসময় ঝড়সহ বৃষ্টি শুরু হলে তারা ঘাটে নোঙর করা নৌকায় আশ্রয় নেন। একপর্যায়ে প্রচণ্ড ঝড়ে নৌকাটি গভীর পানিতে গিয়ে ডুবে যায়। স্থানীয়রা নৌকাটি উদ্ধার করে। এসময় নৌকার ভেতর থেকে ওই তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করে।