ঢাকা: আগামী ৫ জুন বৃহস্পতিবার দশম জাতীয় সংসদে ২০১৪-২০১৫ অর্থবছরের বাজেট পেশ হবে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এই বাজেট পেশ করবেন। অর্থমন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, এবারের বাজেট হবে উন্নয়নমুখী। এজন্য এবারে প্রায় ২ লাখ ৪৯ হাজার ৬৩৪ কোটি টাকার বড় আকারের বাজেট হচ্ছে।এবারের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য বরাদ্দ রাখা হচ্ছে প্রায় ৭৯ হাজার কোটি টাকা। দেশজ মোট উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি ধরা হচ্ছে ৭ দশমিক ২ শতাংশ। নতুন বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, সামাজিক নিরাপত্তা খাতকে বেশি গুরুত্ব দেওয়া হবে। নতুন বাজেটে ১২ লাখ নতুন করদাতা সৃষ্টির লক্ষ্যমাত্রা নেওয়া হবে। এছাড়া ব্যক্তিগত করের আয় সীমা সর্বনিম্ন ২ লাখ ২৫ হাজার টাকা ধার্য করা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।