• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৭:২৪ পূর্বাহ্ন |

নীলফামারীতে শিয়াল মারার ফাঁদে শিশুর মৃত্যু!

Nilphamari News_17.05.14নীলফামারী প্রতিনিধি: শিয়ালের হাত থেকে খামারের হাঁস-মুরগিকে বাঁচানোর জন্য করা ফাঁদে প্রাণ হারালো শিশু হাসান আলী (৫)। শনিবার সকাল ১০ টার দিকে জেলার কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ রাজিব গ্রামের একটি মুরগির খামারে পাতা ফাঁদে আটকা পড়ে প্রাণ হারায় সে। হাসান ওই গ্রামের কৌশিক মিয়ার ছেলে। এ ঘটনার প্রতিবাদে এলাকায় বিক্ষোভ করে খামারের মালিকের বিচার দাবি করেছেন।
এলাকাবাসী জানায়, ওই গ্রামের মতিউর রহমান মিতু শিয়ালের হাত থেকে খামারের হাঁস-মুরগিকে বাঁচানোর জন্য কাটাতারের বেড়ায় বিদ্যুতের সংযোগ দেয়। শনিবার সকাল ১০ টার দিকে হাসান ওই খামারের পাশ দিয়ে হেটে যাবার সময় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পর বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে শিশুটিকে উদ্ধার করা হয়। ঘটনার প্রতিবাদে খামার মালিকের বিচার দাবি করে এলাকায় বিক্ষোভ করেছে এলাকাবাসী।
এলাকাবাসীর দাবি, খামারের মালিক মতিউর রহমান তার খামারে বিদ্যুতের সংযোগ দিলেও এ সম্পর্কে এলাকার মানুষকে সতর্ক করা হয়নি।
কিশোরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ