• বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০৫:১১ অপরাহ্ন |

সৈয়দপুরের ৩ প্রতিষ্ঠান দিনাজপুর বোর্ডের মেধা তালিকায়

1111সিসিনিউজ ডেস্ক: এবারের এসএসসি পরীক্ষায় দিনাজপুর বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় সৈয়দপুরের তিনটি শিক্ষা প্রতিষ্ঠান স্থান করে নিয়েছে। এদের মধ্যে সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয় ষষ্ঠ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নবম এবং লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ ১৩ তম অবস্থানে রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সূত্রে জানা যায়, এবারের গত এসএসসি পরীক্ষায় সরকারি কারিগরি মহাবিদ্যালয় থেকে অংশ নেয় ১২০ জন শিক্ষার্থী। উত্তীর্ণ সকলেই হয়েছে। পাসের হার শতভাগ। শুধুমাত্র বিজ্ঞান শাখায় জিপিএ-৫ পেয়েছে ১১৫ জন। এ প্রতিষ্ঠানটি নীলফামারী জেলায়ও সেরা প্রতিষ্ঠানের তালিকায় প্রথম স্থান অর্জন করেছে। যদিও এ শিক্ষা প্রতিষ্ঠানটি গত বছরের (২০১৩) তুলনায় সাফল্যে কিছুটা পিঁছিয়েছে। গত বছর দিনাজপুর শিক্ষা বোর্ডে প্রতিষ্ঠানটির অবস্থান ছিল চতুর্থ। সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবার দিনাজপুর বোর্ডে নবম দখল করেছে। এ প্রতিষ্ঠানের বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১৫৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। শতভাগ উত্তীর্ণ হয়েছে। আর প্রতিষ্ঠান হতে দুই শাখা থেকে জিপিএ-৫ পেয়েছে ১৪৬ জন। তন্মধ্যে বিজ্ঞানে ১৩৩ জন এবং ব্যবসায় শিক্ষায় ১৩ জন জিপিএ-৫ পেয়েছে। তবে মানবিক শাখা হতে এ প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ দিনাজপুর বোডে ১৩তম অবস্থানে রয়েছে। SAM_1445তিন শাখায় প্রতিষ্ঠানটির ২৫৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাশের হার শতভাগ। আর জিপিএ-৫ পেয়েছে ২০৪ জন শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞানে ১১৬ জন, ব্যবসায় শিক্ষায় ৮৪ জন এবং মানবিকে ৪ জন জিপিএ-৫ পেয়েছে। এবারের এসএসসি পরীক্ষার ফলাফল প্রসঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. শাহ্ মো. আমির আলী আজাদ জানান, গেল কয়েক বছর যাবৎ সৈয়দপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভালো ফলাফলের জন্য রীতিমতো তীব্র প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে। যা আমাদের সৈয়দপুরের জন্য অত্যন্ত ইতিবাচক। আগামীতে বোর্ড সেরা তালিকায় সৈয়দপুরের আরো একাধিক প্রতিষ্ঠান স্থান করে নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেন লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রেয়াজুল আলম রাজু। সূত্র: করতোয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ