ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে বেসরকারী সংস্থা আশার উদ্যোগে নারী নেতৃত্ব বিকাশ ও দল উন্নয়ন মুলক কাজের জন্য দল নেত্রীদের নিয়ে সারাদিন ব্যাপী প্রশিক্ষণমুলক এক সভা অনুষ্টিত হয়েছে। রোববার সকাল ১০টায় আশা-৩ সংস্থার ফুলবাড়ী উপজেলা শাখা কার্যালয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
আশার ফুলবাড়ী আঞ্চলিক শাখার ব্যবস্থাপক আমির হোসেনের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন ফুলবাড়ী আশা-৩ ব্যাঞ্চ ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, শিখা ভুমিহীন দলের দলনেত্রী নাজিরা বেগম, প্রভাতী দলের সভানেত্রী নাছিমা বেগম, নতুন কুঁড়ি দলের হিসাব রক দেলোয়ারা বেগম প্রমুখ। প্রশিক্ষণে ২৫ জন নারী নেত্রী অংশ নেন।