খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার ৫ নম্বর ভাবকীকে বাল্যবিয়ে মুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয়েছে। সোমবার ওই ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা উপলক্ষ্যে শিশু মঞ্চে দিন ব্যাপী পালিত নানা কর্মসূচির মধ্যে শুরুতে কাচিনিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং কাচিনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাল্যবিয়ে প্রতিরোধে স্ব-পক্ষে বিপক্ষে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়। বিতর্কে মডারেটরের দায়িত্ব পালন করেন কুমড়িয়া গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আকিবুল হক, এবং বিচারকের দায়িত্ব পালন করেন ইউপি সদস্য আকতার হোসেন, সমাজ উন্নয়ন প্রশিণ কেন্দ্রর সিএফ দুলাল রায় ও ল্যাম্ব কাউন্সিলর খাইরুল আলাম। পরে ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি খানসামা উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আলম, বিশেষ অতিথি খানসামা থানা অফিসার ইনচার্জ কৃষ্ণ সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান রেজা, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের দিনাজপুর প্রোগ্রাম ইউনিট ম্যানেজার মোবারক হোসেন এবং সাবেক ইউপি চেয়ারম্যান বাবু গোবিন্দ চন্দ্র রায় প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বাল্যবিয়ের মত কঠিন ব্যাধির থেকে রায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে বাল্যবিয়ে প্রতিরোধ করণীয় নানা বিষয় তুলে ধরে আলোচনা করেন এবং প্রধান অতিথি বাল্যবিয়ে প্রতিরোধে একটি ফলক উন্মোচন করে ভাবকীকে বাল্যবিয়ে মুক্ত ইউনিয়ন ঘোষণা করেন।