• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৬:৪২ পূর্বাহ্ন |

শাহজালালে ২৫ হাজার ডলারসহ বিমান কর্মকর্তা আটক

dolarঢাকা: হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫ হাজার ইউএস ডলারসহ এক বিমান কর্মকর্তাকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়।
আটক কর্মকর্তার নাম জাহিরুল ইসলাম। তিনি বিমানের নির্বাহী কর্মকর্তা (অপারেশন) হিসাবে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
কাস্টমসের সহকারী কমিশনার শামসুল আরেফিন জানান, বিমান কর্মকর্তা জাহিরুল ইসলাম ডমেস্টিক লাউঞ্জ দিয়ে ২৫ হাজার ডলার পাচারের চেষ্টা করছিলেন এমন সংবাদের ভিত্তিতে আমরা তাকে আটক করি। এ সময় তার কাছে ২৫ হাজার ডলার পাওয়া যায়। ওই ডলারের সঠিক তথ্য দিতে না পারায় তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ