বিনোদন ডেস্ক: জনপ্রিয় সঙ্গীত পরিচালক ইবরার টিপুর সঙ্গীতায়োজনে ও সোহেল অটলের কথায় গান গাইলেন দিপু। ওহী’স ওয়ার্ক স্টেশন স্টুডিওতে গত বুধবার (২১-৫-১৪) গানটির রেকর্ডিং হয়। ‘দাবী’ শিরোনামের এই গানটি কন্ঠশিল্পী দিপুর নতুন একক অ্যালবামে থাকবে বলে জানা গেছে।
গানটিতে কন্ঠ দেওয়া প্রসঙ্গে দিপু বলেন, ‘সোহেল অটল ভাইয়ের লেখা গানটির কথাগুলো অনেক সুন্দর। ইবরার টিপু ভাইয়ের সঙ্গীতায়োজনে গানটি পরিপূর্ণতা লাভ করেছে। আমি গানটি নিয়ে আশাবাদী।’
উল্লেখ্য, কন্ঠশিল্পী দিপুর প্রথম অ্যালবাম ‘ভালোবাসো আমায়’ ২০১২ সালের মে মাসে প্রযোজনা প্রতিষ্ঠান অগ্নিবীণার ব্যানারে বাজারে আসে। এখন তার দ্বিতীয় অ্যালবামের কাজ চলছে। অ্যালবামটি চলতি বছর বাজারে আসবে বলে জানিয়েছেন দিপু।