• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০২:১২ অপরাহ্ন |

উল্টোপথে গাড়ি চললেই চাকা ফুটো

dmp pic_25260ঢাকা: ট্রাফিক আইন অমান্য করে উল্টোপথে গাড়ি চললেই ফুটো হয়ে যাবে গাড়ির চাকা। উল্টোপথে গাড়ি চলাচল প্রতিরোধে এরকম একটি স্বয়ংক্রিয় ডিভাইসের উদ্বোধন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকার।
শুক্রবার সকাল ১১টা ৫ মিনিটে হেয়ার রোডে এ স্বয়ংক্রিয় ডিভাইসের উদ্বোধন করেন তিনি।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে কাকরাইল মসজিদ থেকে রূপসী বাংলা হোটেল অভিমুখে উল্টোপথে যান চলাচল নিয়ন্ত্রণে হেয়ার রোডের ওপর এ স্থাপন স্বয়ংক্রিয় ডিভাইস স্থাপন করে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের দক্ষিণ বিভাগ।
ওই সড়ক দিয়ে যদি কোনো যান ডিভাইসের উপর দিয়ে উল্টোপথে যাওয়ার চেষ্টা করে তবে ওই গাড়ির চাকা ছিদ্র হয়ে যাবে বলে ডিএমপির সহকারী কমিশনার (তথ্য ও জনসংযোগ বিভাগ) আবু ইউসুফ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ