• শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৮:০৮ অপরাহ্ন |

নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যানদের কর্মবিরতি

Human Chain, Nilphamariসিসিনিউজ: বদলির আদেশ প্রত্যাহার এবং বরখাস্ত হওয়া কর্মচারীর চাকুরীতে স্বপদে বহালের দাবীতে দিনব্যাপী কর্মবিরতী পালন করছেন পল্লী বিদ্যুৎ সমিতি নীলফামারীর লাইন ম্যানেরা।
শনিবার সকাল ৯টা থেকে পল্লী বিদ্যুৎ সমিতি নীলফামারী মহাব্যবস্থাপকের কার্যালয় চত্তরে অবস্থান নিয়ে তাদের দাবি পূরণে প্রশাসনের প্রতি আহবান জানান। সেখানে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচীতে অংশগ্রহণ করেন সমিতির প্রায় ৬২জন কর্মচারী।
মানববন্ধনে অংশ নেওয়া লাইন ম্যান মামুনুর রশিদ ও কৃষ্ণ সরকার অভিযোগ করেন, ঠুনকো কারণে লাইন টেকনিশিয়ান মাহফুজুর রহমানকে বরখাস্ত এবং অনিয়মের প্রতিবাদ করায় লাইন ম্যান সুলতান আলীকে বদলী করেন কর্তৃপক্ষ। তারা উল্লেখ করেন, সরকারী কোন সুযোগ সুবিধা ভোগ করতে পারেন না কর্মচারীরা। মহান মে দিবসেও কর্মচারীদের ছুটি ভোগ করতে দেয়া হয়নি। জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করলেও কারণে অকারণে লাইন ক্রুদের উপর নির্যাতন, বদলীর হুমকি দিচ্ছেন কর্মকর্তারা।
তবে অভিযোগ অস্বীকার করে জেনারেল ম্যানেজার(জিএম) এনামুল হক প্রামানিক বলেন, অফিসকে না জানিয়ে গোপনে আর্থিক সুবিধা নিয়ে গুরুত্বর অনিয়ম করায় উর্দ্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে ডোমার উপজেলার গোসাইগঞ্জ অফিসের ইনচার্জ মাহফুজার রহমানকে বরখাস্ত এবং লাইন ম্যান সুলতান আলীকে অন্যত্র বদলী করা হয়।
এদিকে কর্মবিরতী পালন করায় পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকরা চরম বিপাকে পড়েছেন। লাইন সংযোগ, মেরামতসহ বৈদ্যুতিক কাজে স্থবিরতা দেখা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ