• শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৪:২৯ পূর্বাহ্ন |

নদীতে ডুবে যাওয়া স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

two sisterলালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হওয়া তাসমিন তোহা (১২) নামের এক স্কুলছাত্রীর লাশ অবশেষে তা উদ্ধার হয়েছে।
শনিবার দুপুর ২টার দিকে রংপুর ও পাটগ্রামের ফায়ার সার্ভিসের ডুবুরী দলের সদস্যরা নদী থেকে ভাসমান অবস্থায় তাসমিন তোহার লাশ উদ্ধার করে ।
মৃত তাসমিন তোহা মির্জারকোট এলাকার মাহবুবার রহমানের মেয়ে বলে জানা গেছে ।
পাটগ্রাম থানার অফিসার্স ইনচার্জ আমিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,
তোহার লাশ উদ্ধার হয়েছে ।
উল্লেখ যে রংপুর পলিটেকনিক্যাল ইনষ্টিটিউটের ইলেকট্রম্যাটিক্যাল বিভাগের দ্বিতীয় বর্ষের শিার্থী আকিমুস ছালাতু মীম (১৯) ও তার ছোট বোন ষষ্ঠ শ্রেণীর শিার্থী তাসমীন তোহা (১২) এবং গাইবান্ধা থেকে বেড়াতে আসা মীমের কয়েক বান্ধবী সহ গত শুক্রবার দুপুরে  ধরলা নদীতে গোসল করতে যায়। এ সময় সাঁতার না জানার ফলে নদীর শ্রোতে গভীর পানিতে তলিয়ে যায় তোহা। পরে তাকে খুঁজতে গেলে বড়বোন মীমও পানিতে তলিয়ে যায়।
এ সময় স্থানীয় লোকজনকে খবর দিলে তারা এসে নদীতে খোঁজাখুঁজি শুরু করে। পরে রংপুর থেকে ডুবুরি দল এসে বিকাল ৫টার দিকে মীমের লাশ উদ্ধার করে। তবে তোহার কোন সন্ধান পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ