পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: পার্বতীপুরের মধ্যপাড়া পাঁচপুকুরিয়া এলাকায় এক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাপায় নজরুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন।
পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি (যশোর-ট-১১-৩১৮৪) আটক করেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত নজরুল পার্বতীপুর উপজেলা পলাশবাড়ী ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত মোকলেছার রহমানের পুত্র। এ বাপারে মধ্যপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বলেন, নজুরুল মিঠাপুকুর থেকে মটর সাইকেল যোগে পার্বতীপুর আসছিলেন। এ সময় পিছন থেকে আসা ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘাতক ট্রাকের ড্রাইভার আতিয়ার রহমান(৩৫) ও হেলপার রনি(২৩)কে আটক করেছে। এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে।