লালমনিরহাট প্রতিনিধি: তামান্নার বাবা তোতা মিয়া একজন কৃষক। ৫ সদস্য নিয়ে তাদের পরিবার। পরিবার তাদের বাবার একমাত্র আয়ের উপর নির্ভরশীল। বাড়ি হাতীবান্ধা উপজেলার দক্ষিন ধুবনি গ্রামে। তিস্তার কড়াল গ্রাস কেড়ে নিয়েছে তার সমস্ত জমি। বাড়ি ভিটেসহ সামান্য জমি আছে তা চাষাবাদ করে সংসার চালানো কঠিন হয়ে দাড়িয়েছে তামান্নার বাবার। কৃষক বাবার কষ্টের টাকা দিয়ে পড়াশুনা করে তামান্না। এবছর তামান্না হাতীবান্ধা শাহ গরীবুল্লাহ্ মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে।
তামান্না জানায়, প্রায় ৫ কিলোমিটার পথ পায়ে হেটে স্কুলে যাতায়াত করতো সে। এতে তার কষ্ট মনে হয়নি। কিন্তু সময়মত বই খাতা কিনতে না পারায় কষ্টের শেষ ছিল না তার। এসএসসির ফরম পূরণের টাকা অনেক কষ্ট করে তার বাবা যোগাড় করে দিয়েছিল। এসেছে সাফল্যও। তার স্বপ্ন ভবিষ্যতে ব্যাংকে চাকুরী করা কিন্তু সেই স্বপ্ন পূরণে পড়াশোনার খরচ চালিয়ে নেয়ার মতো ব্যবস্থা করবে কে? এমন শংকা তামান্নার!