সিসিনিউজ: নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় হাইকোর্টের নির্দেশে গঠিত সরকারের তদন্ত কমিটি জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেছে।
রোববার সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে কমিটির অস্থায়ী কার্যালয়ে সাবেক এসপিকে জিজ্ঞাসাবাদ শুরু করেন কমিটির সদস্যরা। তদন্ত কমিটি সাবেক এসপি সৈয়দ নুরুল ইসলামকে বেলা ১টা ২০ পর্যন্ত একটানা জিজ্ঞাসাবাদ করে।
অন্যদিকে বিকেলে কমিটির সদস্যরা নারায়ণগঞ্জের সাবেক ডিসি মনোজ কান্তি বড়ালকে জিজ্ঞাসাবাদ করবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাজাহান আলী মোল্লার নেতৃত্বে গঠিত সাত সদস্যের এই কমিটি ঘটনাস্থলসহ ঘটনা সম্পর্কে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবগত এমন শতাধিক ব্যক্তির সাক্ষ্য নিয়েছে। নিহতদের পরিবারের সদস্যদের বক্তব্য রেকর্ড করেছে। পাশাপাশি করেছে গণশুনানি ।
ঘটনার সময় সর্বশেষ দায়িত্ব পালনকারী নারায়ণগঞ্জের এসপি ও ডিসিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে একজন আইনজীবীসহ সাত ব্যক্তিকে অপহরণ করা হয়। তিন দিন পরে শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।