সিসিনিউজ: নীলফামারীর সৈয়দপুরে কুখ্যাত ডাকাত মমতাজ (৪৫) কে আটক করেছে পুলিশ। সোমবার ভোর ৫টায় সৈয়দপুর-দিনাজপুর মহাসড়ক থেকে তাকে ডাকাতিকৃত মোটর সাইকেলসহ আটক করা হয়।
জানা যায়, সৈয়দপুর সদর পুুলিশ ফাড়ির এটিএস মোস্তাক আহমেদ নিয়মিত টহলকালে সৈয়দপুর-দিনাজপুর বাইপাস সড়কের কুন্দল এলাকায় তাকে একটি বাজাজ কেলিভার ১১৫ মোটর সাইকেল যোগে দিনাজপুরের দিকে যেতে দেখে পথরোধ করে। এসময় সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে। বাইপাস সড়কের পার্শ্ববর্তী বোতলাগাড়ী ইউনিয়নের দালালীপাড়ায় ডাকাত মমতাজের বাড়ী। সে মৃত. মফিজ উদ্দিনের ছেলে। মমতাজ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে পুলিশ জানায়।