• শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:২৪ অপরাহ্ন |

মোদির ৪৫ মন্ত্রীর নাম ঘোষিত

Modiআন্তর্জাতিক ডেস্ক: নরেন্দ্র মোদি, রাজনাথ সিং, অরুন জেটিল, সুষমা স্বরাজ, নীতীন গড়কড়ি, ভেঙ্কাইয়া নাইডু, সদানন্দ গৌড়া, রামবিলাস পাসোয়ান, গোপিনাথ মুন্ডে, কালরাজ মিশ্র, মানেকা গান্ধী, অনন্ত কুমার , রবিশঙ্কর প্রসাদ ,অশোক গাদপাতি রাজু, অনন্ত গেতে, হরশিমরত কউর, নরেন্দ্র সিং তোমার, জুয়েল ওরান, টি.গেহলট, স্মৃতি ইরানি,উমা ভারতী, নাজমা হেপতুল্লা, রাধা মোহন সিং,হর্ষবর্ধন।

প্রতিমন্ত্রী হচ্ছেন- (১০ জন): জেনারেল ভিকে সিং, সন্তোষ গ্যাংওয়ার, শ্রীপদ নায়েক, ধর্মেন্দ্র প্রধান, সর্বানন্দ সোনোওয়াল, প্রকাশ জাভেরেকর, পিষুষ গোয়েল, জীতেন্দ্র সিং, নির্মলা সীতারমন, রাও ইন্দ্রজিত্

রাষ্ট্রমন্ত্রী হচ্ছেন- (১১ জন):, জি এম সিদ্ধেশ্বরা, মনোজ সিনহা, উপেন্দ্র খুশওয়া, রাধাকৃষ্ণ পি, কিরেন রিজু, কৃষ্ণনান পাল গুর্জর, সঞ্জীব কুমার, বালান মানসুকভাই, রাও সাহাব ধানউই,বিষ্ণুদেব ও সুদর্শন ভাগবত।

কে কোন মন্ত্রণলয় পেতে পারেন: রেল-সদানন্দ গৌড়া, স্বরাষ্ট্র- রাজনাথ সিং, পররাষ্ট্র – সুষমা স্বরাজ, অর্থ-অরুন জেটলি, কৃষি ও গ্রামোন্নয়ন- বেঙ্কাইয়া নাইডু, টেলিযোগাযোগ – নীতীন গড়কড়ি, তথ্য ও সম্প্রচার- রবিশঙ্কর প্রসাদ/স্মৃতি ইরানি, প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান-অরুন শৌরি, স্বাস্থ্যমন্ত্রী-হর্ষবর্ধন । -জিনিউজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ